Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

কী সেবা কীভাবে পাবেন

 

নং

সেবার ধরণ

কি ভাবে সেবা পাবেন ?

 
 

০১

নামজারী ও জমাভাগ

জমির মালিকানা পরিবর্তিত হলে রেকর্ড হালনাগাদ করণে নামপত্তনের জন্য এসি ল্যান্ড বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এক্ষেত্রে ২৫০/ টাকা এবং প্রযোজ্য কাগজ লাগবে। সাধারনত আবেদনের তারিখ হতে ৪৫ কর্মদিনের মধ্যে পর্চা প্রদান করা হয়।

 

০২

নামজারী কেসের সই মুহরী পর্চা গ্রহনে

এসি ল্যান্ড বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এক্ষেত্রে ৪৩/ টাকা এবং প্রযোজ্য কাগজ/ফোলিও লাগবে। সাধারনত আবেদনের তারিখ হতে ৫ কর্মদিনের মধ্যে পর্চা প্রদান করা হয়।

 

০৩

নামজারীও জমাভাগ কেসের আদেশের নকল গ্রহনে

এসি ল্যান্ড বরাবর নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। এক্ষেত্রে ৪৩/ টাকা এবং প্রযোজ্য কাগজ/ফোলিও লাগবে। জরুরী হলে ৩ দিন এবং সাধারণ হলে ৫ কর্মদিনের মধ্যে নকল সরবরাহ করা হয়।

 

০৪

দেওয়ানী আদালতের রায়/ আদেশমূলে রেকর্ড সংশোধন

ভূমি ব্যবস্থাপনা বিধান মতে ব্যবস্থা গৃহীত হয়। নামপত্তনের পদ্ধতি অনুসরণ করতে হবে।

 

০৫

মিস মোকদ্দমার মাধ্যমে আদেশের রিভিউ

১৪৩,১১৭ ও ১১৬ ধারার বিধান মতে কোন কেসের আদেশ প্রদান হলে ১৫০ ধারা মতে আদেশ পুন: বিবেচনার আবেদন গ্রহণ এবং সল্প সময়ের মধ্যে বিচার কার্য সমাধান করা হয়।এসি ল্যান্ড বরাবর আবেদন করতে হবে।

 

০৬

ভূমিহীনদের মাঝে কৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান

ভূমিহীন জণগনের নিকট হতে আবেদন গ্রহণ এবং উহা কমিটি কর্তৃক যাচাই-বাছাই পূর্বক নথি সৃজন করে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন সাপেক্ষে বন্দোবস্ত দেওয়া হয়। কোন ফি প্রযোজ্য নয়।

 

০৭

অকৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান

প্রত্যাশি জণগন/সংস্থার নিকট হতে আবেদন গ্রহণ এবং উহা যাচাই-বাছাই পূর্বক নথি সৃজন করে জেলা প্রশাসক এর মাধ্যমে ভূমি মন্ত্রণালয় হতে অনুমোদন সাপেক্ষে বন্দোবস্ত দেওয়া হয়। সরকার নির্ধারিত ফি প্রযোজ্য।

 

০৮

অর্পিত সম্পত্তির নবায়ন

জণগনের নিকট হতে আবেদন গ্রহণ ও যাচাই অন্তে এক সনা বন্দোবস্ত ও নবায়ন দেওয়া হয়। সরকার নির্ধারিত ফি প্রযোজ্য।

 

০৯

অর্পিত সম্পত্তির নাম পরিবর্তনসহ নবায়ন

জণগনের নিকট হতে আবেদন গ্রহণ ও যাচাই অন্তে নাম পরিবর্তনসহ এক সনা বন্দোবস্ত ও নবায়ন দেওয়া হয়। সরকার নির্ধারিত ফি প্রযোজ্য।

 

১০

হাট-বাজারের বন্দোবস্ত যোগ্য দোকান একসনা বন্দোবস্ত প্রদান।

আবেদন গ্রহণের পর সরেজমিনে তদন্ত এবং যাচাই অন্তে নথি সৃজন করে জেলা প্রশাসক কর্তৃক অনুমোদন সাপেক্ষে বন্দোবস্ত দেওয়া হয়। সরকার নির্ধারিত ফি প্রযোজ্য।

 

১১

হাট-বাজারের বন্দোবস্তকৃত জমি নবায়ন

আবেদন গ্রহণের পর সরেজমিনে তদন্ত এবং যাচাই অন্তে অনুমাদিত কেসের নবায়ন করা হয়। সরকার নির্ধারিত ফি প্রযোজ্য।

 

১২

হাট-বাজারের চান্দিনাভিটির লীজ গ্রহিতার নাম পরিবর্তন সহ নবায়ন

আবেদন প্রাপ্তির পর বিধিমতে ও যাচাই অন্তে নাম পরিবর্তনসহ নবায়ন করা হয়। সরকার নির্ধারিত ফি প্রযোজ্য।

 

১৩

২০ একরের নিম্নের জলমহালের ইজারা প্রদান

তিন সনের জন্য ইজারা বিজ্ঞপ্তি জারীর পর অগ্রহীদের নিকট হতে দরপত্র জমা হলে কমিটির মাধ্যমে অনুমোদন সাপেক্ষে ইজারা প্রদান করা হয়। সরকার প্রবর্তিত বিধি অনুসরনে নির্ধারিত ফি প্রযোজ্য।

 

১৪

ভূমি সংক্রান্ত তথ্য প্রদান

আবেদন প্রাপ্তির পর বিধিমতে তথ্য ও পরামর্শ প্রদান। কোন ফি প্রয়োজন হয় না। সব সময় প্রদান করা হয়।